স্পিন নিয়ে নতুন পরিকল্পনা টাইগারদের


প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৯ জুন ২০১৫

ভারতের বিপক্ষে পেসারদের দাপটে বাংলাদেশ দলে স্পিনাররা ছিলেন একপ্রকার কোনঠাঁসা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের স্পিনাররা ঠিকই ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী দলের স্পিন কোচ রুয়ান কালপাগে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে টাইগারদের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে বলেন, ভারতের সাথে স্পিনাররা কোনঠাঁসা থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিনাররা ভালো করবে। আর প্রোটিয়াদের বিপক্ষে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা তো আছেই, যা এখন বলতে চাইনা। এই সিরিজকে সামনে রেখে আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করি আগের মতো এবারও স্পিনাররা দলকে ভালো কিছু মুহূর্ত উপহার দিতে পারবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন স্পিন আক্রমণ নিয়ে ভাবছে বাংলাদেশ শিবির, তখন আলোচনায় আইপিএল। ভারতের ঐ আসরে উপমহাদেশের কন্ডিশানের সাথে ভালো মতোই পরিচিত ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনিরা।

আর কালপাগের দু:শ্চিন্তা এই ব্যাপারটি নিয়েই। এ নিয়ে তিনি বলেন, শুধু স্পিন আক্রমণ দিয়ে সব হয়ে যাবে, সেটা ভাবার কোন কারণ নেই।  আর এটাও মাথায় রাখতে হবে যে, ওদের বেশিরভাগ ক্রিকেটার আইপিএলে দাপটের সাথে খেলেছে। যা তাদের জন্য এই সিরিজে সহায়ক হিসেবে কাজ করবে।

তবে তারপরও বলবো আমাদের ক্রিকেটাররা যে ফর্মে আছে, সেটা ধরে রাখতে পারলেই, সিরিজে একটা ভালো ফল আশা করছি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।