সাংবাদিকদের হত্যা করবে যুক্তরাষ্ট্র!


প্রকাশিত: ০৭:১০ এএম, ২৯ জুন ২০১৫

শত্রুপক্ষের সাংবাদিকদের হত্যা করতে নতুন আইন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন প্রকাশিত নতুন যুদ্ধ নির্দেশিকায় এমন অনুমতিই দেওয়া হয়েছে। যে সাংবাদিকের লেখা যুক্তরাষ্ট্রের মনোপুত হবে না, তাকে শত্রু হিসেবে চিহ্নিত করবে দেশটি। গত ১২ জুন নির্দেশিকাটি প্রকাশিত হয়েছে।

পেন্টাগন এ ধরনের সাংবাদিকদের ‘বেআইনি যোদ্ধা (আনপ্রিভিলিজড বিলিজারেন্ট)’ হিসেবে বিবেচনা করছে, যদিও তারা ‘শত্রু যোদ্ধা’ নয়। ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স : ল অব ওয়ার ম্যানুয়াল’ শিরোনামে এক হাজার ১৭৬ পৃষ্ঠার ওই নির্দেশিকায় যুক্তরাষ্ট্রের কমান্ডারদের প্রতি শত্রু হত্যার বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় গুলি, বিস্ফোরণ, বোমা ছুড়ে, ছুরিকাঘাত বা কেটে হত্যার কথা বলা হয়েছে। শত্রুপক্ষের ওপর আকস্মিক আক্রমণ কিংবা শত্রুপক্ষের হটে যাওয়া সেনাদের হত্যারও কথা বলা হয়েছে ওই নির্দেশনায়। তবে বিষ কিংবা গ্যাসপ্রয়োগের মাধ্যমে শ্বাসরোধে হত্যা করতে পারবে না যুক্তরাষ্ট্রের সেনারা।

এ নির্দেশিকাই হবে গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের চার সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ, মেরিন, বিমান) প্রথম সমন্বিত নীতিমালা। এতদিন প্রতিটি সশস্ত্র বাহিনীই তাদের নিজস্ব নিয়মে চলেছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও পেন্টাগনের মুখপাত্র জোসেফ আর সোয়ারস বলেন, আমরা মনে করি না, বেআইনি যোদ্ধাদের তালিকায় ক্ষেত্রবিশেষে সাংবাদিকদের অন্তর্ভুক্তির বিশেষ কোনো আইনি তাৎপর্য আছে। কারণ এই নির্দেশিকা নতুন কোনো আইন তৈরি করছে না।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।