ঈদে শ্রমিকদের বেতন পরিশোধ করতে সেলিম ওসমানের আহ্বান
আসন্ন ঈদুল ফিতরের আগেই গার্মেন্ট মালিকদেরকে শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান জানিয়েছেন নিট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
রোববার রাতে নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে বিকেএমইএ এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সেলিম ওসমান গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেছেন, কোনো অবস্থাতেই গার্মেন্ট শ্রমিকদের বেতন বা বোনাস নিয়ে কোনো প্রকার ঝামেলা করা চলবে না। প্রত্যেকটি কারখানার মালিককে শ্রমিকদের জুন মাসের বেতন এবং বোনাস পরিশোধ করতে হবে। বোনাসের পরিমাণ মালিক এবং শ্রমিকের সম্পর্কের উপর নির্ভর করবে। আর জুলাই মাসের বেতন ঈদের পরে দেওয়া হবে। যদি কোনো মালিক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করে তাহলে বিকেএমইএ ওই মালিকের বিরুদ্ধে কঠিন অবস্থান নিবে। কোনো অবস্থাতেই শ্রমিকদের ঈদ আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না।
সেলিম ওসমান নারায়ণগঞ্জের বিত্তবানদের প্রতি আহ্বান রেখে বলেন, নারায়ণগঞ্জে বিত্তবানদের প্রতি আমার অনুরোধ উনারা যেন ঈদের সময় উনাদের আশপাশের লোকজনদের দায়িত্বটা নেন। তাহলে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভোগ করতে পারবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কুতুব উদ্দিন আকসির, বিকেএমইএ এর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, ফজলুল হক, সাবেক সহ সভাপতি এম এ হাতেম, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল প্রমুখ।
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস