পর্দা ওঠলো এশিয়ান গেমসের


প্রকাশিত: ০৪:২৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

আতশবাজি, বর্ণিল আলোর ঝলকানি আর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠেছে ১৭তম এশিয়ান গেমসের। শুক্রবার ওয়াসিওন স্পোর্টস কমপ্লেক্স মেন স্টেডিয়ামে আসরের উদ্বোধন করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই।

এবারে এশিয়ান গেমসের স্লোগান আয়োজক দেশ কোরিয়ার ‘বৈচিত্র্য এখানে বর্ণিল’। আয়োজকরা পুরো এশিয়াকে একই সুতায় দেখতে চেয়েছেন। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানটিতে ফুটিয়ে তোলা হয়েছে অংশগ্রহনকারী দেশগুলোর ঐতিহ্যের সম্ভার। কেবল পারফরমাররাই নন, অনুষ্ঠানের বেশিভাগ সময়ই নাচ ও গানে মেতে ওঠেছেন ওয়াসিওন স্পোর্টস কমপ্লেক্স মেন স্টেডিয়ামে উপস্থিত সবাই। ৩ ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানটি চলছে এই রিপোর্ট লেখা পর্যন্ত।

এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছে এশিয়ার ৪৫ টি দেশের ৯ হাজার ক্রীড়াবিদ। ৩৬ টি ডিসিপ্লিনে ৪৩৯ টি ইভেন্টে হবে পদকের লড়াই। বাংলাদেশ অংশ নিচ্ছে ১৩টি ডিসিপ্লিনে। মার্চ পোস্টে বাংলাদেশের পতাকা বহন করেছেন শুটার আব্দুল্লাহ হেল বাকী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।