সন্ধানী লাইফের ২২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সুত্র জানায়, কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধানী লাইফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসলিডেটেড) হয়েছে ২.১৬ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭.৬১ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ৬৮ পয়সা। আগের বছর কোম্পানি সাড়ে ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
এসকেডি/এমএস