ক্রিস্টালকে হারিয়ে রেসে টিকে থাকল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৫ নভেম্বর ২০১৭

দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন হেউঙ মিঙয়ের একমাত্র গোলেই নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো টটেনহ্যাম হটস্পার। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর দারুণ চাপ অব্যাহত রাখলো টটেনহ্যাম হটস্পার।

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই স্পারদের মাঠে নামতে হয়েছিল ম্যানইউর বিপক্ষে। যদিও ওই ম্যাচে দলে ছিলেন না হ্যারি কেন। ম্যানইউর কাছে ওই ম্যাচে ১-০ গোলে হারতে হয়েছিল টটেনহ্যামকে। যদিও পরের ম্যাচেই, চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠ ওয়েম্বলিতে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছিল হ্যারি কেনরা।

সেই জয়ের ধারাবাহিকতাই আজ নিজেদের মাঠে ধরে রাখতে পারলো পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা দলটি। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ডেলে আলিকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল টটেনহ্যামকে। যদিও ক্রিস্টাল প্যালেসের জালে মাত্র একবার বল জড়াতে পেরেছিল তারা। খেলার ৬৪তম মিনিটে দক্ষিণ কোরিয়ান এই ফরোয়ার্ডের বাম পায়ের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

এই জয়ের ফলে ১১ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানেই রইল টটেনহ্যমা। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট ম্যানইউর। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি।

আইএইচএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।