৩০ জুনের পরেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলবে
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত করার বিষয়ে তেহরান ও প্রধান শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যকার আলোচনা ৩০ জুন সময়সীমার পরও চলবে। ভিয়েনায় পরমাণু বৈঠকে অংশ নেয়া ইরানি প্রতিনিধি দলের মুখপাত্র রোববার এ কথা বলেন।
মুখপাত্র বলেন, ‘এখনো অনেক কাজ বাকি থাকায় প্রতিনিধি দল ১ জুলাইয়ের পরেও অবস্থান করবে এবং আলোচনা চালিয়ে যাবে এবং একটি সার্বিকভাবে ভালো চুক্তিতে উপনীত হবে।
তিনি বলেন, তবে একই সময়ে দীর্ঘ মেয়াদে সময়সীমা বাড়ানোর জন্য এখনো কোনো আকাক্ষা নেই এবং আলোচনাও হয়নি। কর্মকর্তা জানায়, সময়সীমা কয়েক দিন পার হতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো কর্মকর্তা এটি নিশ্চিত করেননি।
ইরান ও বিশ্বের ছয় শক্তিধর রাষ্ট্র গত এপ্রিলে সম্পাদিত খসড়া চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ভিয়েনায় বৈঠক করছে।
এআরএস/আরআই