শেষ পর্যন্ত জিম্বাবুয়ে যাচ্ছে ভারত


প্রকাশিত: ১০:২৬ এএম, ২৮ জুন ২০১৫

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ সফরে তাদের ভরাডুবির পর অনিশ্চত ছিল টিম ইন্ডিয়ার জিম্বাবুয়ে সফর। তবে শেষ পর্যন্ত দল পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

বিসিসিআই জানিয়েছে, সোমবার জিম্বাবুয়ে সফরের জন্য দলগঠন করবেন নির্বাচকরা। বাংলাদেশে সিরিজ হারের পর ক্রিকেটারদের উপর ক্রমাগত চাপের কথা উঠেছিল। সেই কথা বিবেচনা করে হয়তো শেষ অবধি জিম্বাবুয়েতে দ্বিতীয় সারির দল পাঠানো হবে।

তবে ধোনি-কোহলি ছাড়াও বেশ কিছু সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই হয়তো দলগঠন হতে চলেছে। সম্প্রচারসত্ত্ব নিয়ে বিবাদের কারণে সফর কার্যত বাতিলই হয়ে গিয়েছিল। কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেট কর্তাদের অনেক অনুরোধের পর শেষ পর্যন্ত দল পাঠাতে রাজি হন বিসিসিআই কর্তারা। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের প্রধান তাদের দেশে বোর্ডের আর্থিক হালের কথা উল্লেখ করে বলছিলেন ভারত সফর বাতিল করলে তারা আর্থিকভাবে বড় সমস্যায় পড়ে যাবেন। সেই কথা মাথায় রেখে বিসিসিআই সফরে যাওয়ার ব্যাপারে রাজি হয়।

উল্লেখ্য, এই সফরে ভারত তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।