ঈদে ২২ হাজার কোটি টাকার নতুন নোট
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ২২ হাজার কোটি টাকার সমপরিমাণ নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংকের সবগুলো শাখা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা থেকে এ টাকা বাজারে ছাড়া হবে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২ টাকার থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের নোট বাজারে ছাড়া হবে। ঈদুল ফিতরে সাধারণ মানুষের নতুন নোট সংগ্রহ করার একটি বিশেষ আগ্রহ থাকে। সেটিকে লক্ষ্য রেখে বরাবরের মতো নতুন নোট বাজারে নিয়ে আসা হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের সব শাখাগুলো থেকে যেমন নোট সংগ্রহ করার সুযোগ থাকবে। তবে এটি এবার অনেকটা সীমিত আকারে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাগুলো থেকে নোট সংগ্রহ করার সুযোগ থাকবে।
তবে নোট যাতে কালোবাজারি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে বাংলাদেশ ব্যাংক। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবেন। এদিকে রাজধানীর মানুষের জন্য বরাবরের মতো ১৮টি বিশেষ শাখায় নতুন নোট ছাড়া হবে।
এসএ/আরএস/এমএস