শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব


প্রকাশিত: ০৪:০১ এএম, ২৮ জুন ২০১৫

দুই দুইবার পেছানোর পর আবার শুরু হচ্ছে মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব। অর্থাৎ রোববার থেকেই ফুটবলে দেশসেরা এ লড়াই মাঠে গড়াচ্ছে।

টানা বর্ষণে সংশয় ছিল লিগ মাঠে গড়াবে কিনা। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত লিগ কমিটি সিডিউল ঠিক রেখেছে। প্রথম পর্বের মতোই ফিকশ্চার সাজানো হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফিরতি পর্বে প্রথম ম্যাচে ফরাশগঞ্জের মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় ম্যাচে লড়বে আবাহনী ও রহমতগঞ্জ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে। লম্বা বিরতিতে লিগের আকর্ষণ অনেকটা কমে যায়। বাংলাদেশের মতো থেমে থেমে লিগ কোথাও হয় না। অবশ্য এবার দ্বিতীয় পর্ব দেরি করার পেছনে যুক্তিসঙ্গত কারণও ছিল। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ পর্বের লড়াইয়ে বাংলাদেশ ঢাকায় মুখোমুখি হয়েছিল কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে। এ ছাড়া তিনটি প্রস্তুতি ম্যাচও হয়। ফুটবলাররা জাতীয় দলে ক্যাম্পে ছিল বলেই লিগে লম্বা বিরতি রাখা হয়।

ফিকশ্চার অনুযায়ী ১৩ আগস্ট লিগ শেষ হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী ম্যাচে প্রস্তুতিও বর্ষণের কারণে শিডিউল রক্ষা করা যাবে কিনা তা দেখার বিষয়। পেশাদার লিগ দ্বিতীয় পর্ব শুধু ঢাকা নয়, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।