মুশফিকদের কটূক্তি করায় ব্রাভোর জরিমানা


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

মুশফিক-তামিমদের স্লেজিং করায় আইসিসির কোড অব কন্ডাক্টের এক নম্বর ধারা মোতাবেক শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ড্যারেন ব্রাভোকে। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যেকার দ্বিতীয় টেস্টে উইন্ডিজ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে আম্পায়াররা তার আচরণ নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকবার সতর্ক করেছেন। কিন্তু তারপরেও সেই টেস্টে বারবার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের স্লেজিং করেছেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান।

ওই টেস্টের পর দুই ফিল্ড আম্পায়ার স্টিভ ডেভিস ও রিচার্ড ইলিংওর্থের অভিযোগের ভিত্তিতে সেন্ট লুসিয়া টেস্টের ম্যাচ রেফারি রোশন মাহানামা আনুষ্ঠানিক শুনানির আয়োজন করেন। সেই শুনানিতে ব্রাভোর দোষ প্রমাণিত হলে তার ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেয়া হয়।

শুনানির পর আইসিসির ম্যাচ রেফারি রোশন মাহানামা বলেন, আম্পায়াররা মনে করছেন ব্রাভোর আচরণ বিপক্ষ দলের ক্রিকেটারদের সম্মানহানি ঘটিয়েছে। সুতরাং এই শুনানিতে তাকে প্রতিপক্ষ ও আম্পায়ারকে সম্মানের বিষয়টি ফের স্মরণ করিয়ে দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।