সিরিয়ার কোবানি থেকে আইএস জিহাদিদের হটালো কুর্দি যোদ্ধারা


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৭ জুন ২০১৫

সিরিয়ার সীমান্তবর্তী শহর কোবানি থেকে শনিবার ইসলামিক স্টেট গ্রুপের যোদ্ধাদের হটিয়ে দিয়েছে কুর্দি যোদ্ধারা। জিহাদিরা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা দখল করে নেয়ার মাত্র দুইদিন পর তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হলো। একটি পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানায়।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘দ্য কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজে) কোবানিতে আইএসের দখল করে নেয়া বিভিন্ন এলাকার আবারো নিয়ন্ত্রণে নিয়েছে।’

কুর্দি সক্রিয় কর্মী রুদি মোহাম্মাদ আমিন এএফপিকে বলেন, ‘কোবানির সকল এলাকা এখন আবারো ওয়াইপিজের নিয়ন্ত্রণে।’ তিনি আরো বলেন, ‘সেখানে কুর্দি যোদ্ধাদের হামলায় ইসলামিক স্টেট গ্রুপের অনেক জিহাদি নিহত ও আহত হয়।’

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।