তন্নী হত্যা মামলায় স্বামী সোহেল ৪ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৫ জুন ২০১৫

সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের পুত্রবধূ শারাহা ফারগুশান তন্নীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী সোহেল বিশ্বাসের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার খুলনার মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে শুনানি শেষে এ রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর শাজাহান বলেন, সোহেল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জুন আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আগামী সপ্তাহের শুরুতে তাকে কারাগার থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাড. মোমিনুল ইসলাম বলেন, ২৩ জুন মহানগর দায়রা জজ আদালতে সোহেল বিশ্বাসের জামিন নামঞ্জুর হয়।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাতে সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের মহানগরীর নূর নগরের বাসভবনে তার পুত্রবধূ শারাহা ফারগুশান তন্নীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ১২ এপ্রিল তন্নীর মা সামিমা আখতার বাদী হয়ে খুলনার মুখ্য মহানগর হাকিম আমলী আদালত ‘গ’ অঞ্চলে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় তন্নীর স্বামী সোহেল বিশ্বাস ও ননদ ইতি বিশ্বাসের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২ থেকে ৩ জনকে অভিযুক্ত করা হয়। আদালতের নির্দেশে খালিশপুর থানায় অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলাটি ৪ জুন আদালতের নির্দেশে খালিশপুর থানা পুলিশের কাছ থেকে সিআইডিতে তদন্তভার হস্তান্তর করা হয়।

আলমগীর হান্নান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।