টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৪ জুন ২০১৫

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের জন্য একাদশে পরিবর্তন এনেছে টাইগাররা। তাসকিনের হালকা ইনজুরির কারণে তাকে দলে রাখা হয়নি। সেখানে জায়গা পেয়েছেন বাহাতি স্পিনার আরাফাত সানি।

সফরকারী ভারতকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করার সুযোগ টাইগারদের সামনে। প্রথম দুটি ওয়ানডে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে টাইগাররা সিরিজ নিশ্চিত করলেও মন ভরেনি ভক্তদের। তাদের যেন বাংলাওয়াশ চাই-ই চাই। মঞ্চ যে প্রস্তুত করেই রেখেছে মিরপুর। বাংলাদেশের হোম অব ক্রিকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০, পাকিস্তানের বিপক্ষে ৩-০ এর পর আজ ভারতকে হারাতে পারলেই হবে ৩-০। দেশের মাটিতে টানা তিন সিরিজে প্রতিপক্ষকে বাংলাওয়াশ করবে মাশরাফির দল।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, সাব্বির আহমেদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ও আরাফাত সানি।

ভারত একাদশ : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক),স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, অক্ষর প্যাটেল, ধবল কুলকার্নি।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।