গাইবান্ধা চেম্বার অব কমার্সের নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৩ জুন ২০১৫

গাইবান্ধার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম ও সভাপতি আবুল খায়ের মোরছেলিন পারভেজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। চেম্বারভুক্ত ব্যবসায়ী সদস্যরা মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।

চেম্বারের সাবেক সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির লিখিত বক্তব্যে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী চেম্বারের নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কমপক্ষে ১৫ দিন পূর্বে নির্বাচন সম্পন্ন করার কথা। ১২০ দিন আগে নতুন সদস্যভুক্ত হলেই নির্বাচনে অংশগ্রহণ করা যাবে । নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সদস্যদের ভোটদানে বিরত রাখার উদ্দেশ্যে বর্তমান কমিটির সুবিধার্থে নির্বাচনে কোনো নতুন সদস্য যাতে অংশগ্রহণ করতে না পারে সে জন্য বর্তমান কমিটি ১২০ দিনের পরিবর্তে ৮৭ দিন পূর্বে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। যাতে নতুন কোনো সদস্য নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না পান। অথচ নতুন সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে ইতোপূর্বে প্রতিটি নির্বাচনে ১২০ দিন পূর্বে নির্বাচনের তারিখ নির্ধারণ করে পত্রিকায় বিজ্ঞাপন এবং শহরে মাইকিং করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান কমিটি তাদের পারিবারিক সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের জন্য নতুন সদস্যভুক্ত করেছেন। এবার তারা কাদের নিয়ে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠন করেছেন কোনো সদস্য তা অবগত নন। আপত্তি দাখিল করতে তফসিলে নির্ধারিত সময়ে অফিসে গিয়ে আপিল বোর্ডের কোনো সদস্যকে পাওয়া যায়নি। সচিব আপিল বোর্ডের আহ্বায়কের নাম বলার পর টেলিফোনে তার সঙ্গে কথা বললে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

তফসিল অনুযায়ি গত ১৪ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা ছিল। বিধি বহির্ভুতভাবে বিকেল ৫টা ৫৭ মিনিটে আপত্তি দেয়ার পর নির্বাচন বোর্ড ৬৯১ জন ভোটারের নাম সম্বলিত অর্ডিনারি গ্রুপের তালিকা প্রকাশ করে। অ্যাসোসিয়েট গ্রুপের তালিকা তখনও প্রকাশিত হয়নি। ১৬ জুন চেম্বারে গিয়ে জানা যায়, নির্বাচন বোর্ড অর্ডিনারি গ্রুপের ৬৯১ জনের তালিকা বাতিল করে ৬৯৮ জনের অর্ডিনারি গ্রুপের ভোটার তালিকা প্রকাশ করেছেন। নির্বাচন বোর্ড বর্তমান কমিটি দ্বারা প্রভাবিত হয়ে তাদের নিরপেক্ষতা হারিয়েছে।

খসড়া ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অনেকের হালসনের ট্রেড লাইসেন্স ও হালসন পর্যন্ত কর পরিশোধ আছে মর্মে প্রত্যয়নপত্র নেই। ইটিআইএন নম্বর সংগ্রহ করে নতুন সদস্যভুক্ত ও নবায়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুর রশিদ, সুদেব কুমার চৌধুরী, মোক্তাদুর রহমান মিঠু, সাবরিনা কাদির, মো. নওশের আলম, মকসুদার রহমান শাহান, আব্দুস সবুর, দুলাল রায়, এস.এম. রাশেদ মোস্তফা জুয়েল প্রমুখ।

এ ব্যপারে চেম্বার সভাপতি আবুল খায়ের মোরছেলিন পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বার্থ চরিতার্থ করতে না পেরে একটি মহল অহেতুক ভিত্তিহীন অভিযোগ এনে নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছেন।

অমিত দাশ/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।