ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অর্জন : পাপন


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৩ জুন ২০১৫

ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আর এ সিরিজ জয়কে দেশের ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন বলে অবিহিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ যেন নতুন এক বাংলাদেশ। যার শুরুটা হয়েছে গত বছরের শেষে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় দিয়ে। আর তার পটভূমি রচিত হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। এরপর ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে ক্রিকেট বইয়ে শুধু এগিয়েই গিয়েছে সে গল্পের পরিক্রমা।

ভারতের মত দলের বিপক্ষেই এই অর্জন, যা জানান দিচ্ছে ক্রিকেট বিশ্বে নতুন এক পরাশক্তি উত্থানের। আর তাইতো, এর আগের ১৮টি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের চাইতে এবারের সিরিজটিকে আলাদা উচ্চতায় রাখলেন বিসিবি বস।

নাজমুল হাসান পাপন বলেন, এটির সঙ্গে কোনোটার তুলনা হয়না। আমি মনে করি ভারতের সঙ্গে সিরিজটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো এবং সেটি আমারা জিতেছি।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার তিন দশক পেরিয়ে গেলেও এখনও ভারতের মাঠে গিয়ে পূর্নাঙ্গ সিরিজ খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের এই ধারাবাহিক পারফরমেন্সের ফলে ভারত সহ র্যাণঙ্কিংয়ের উপরের সারির দলগুলি টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আগ্রহী হবে বলে মনে করেন পাপন।

এদিকে, বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের ধারাবাহিক এই জয়ের ফলে, দলের মধ্যে যে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে, সেটি বাংলাদেশের ক্রিকেটকে অনেক দুর নিয়ে যাবে বলেও মত দেন এই বিসিবি কর্তা।

পাশাপাশি ভারতের বিপক্ষে এমন ঐতিহাসিক জয়ের পুরষ্কার হিসেবে ক্রিকেটারদের আবারো বোনাস দেয়া হবে বলে নিশ্চিত করেন পাপন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।