অ্যাথলেটিক্সকে অনুদান ছাড় দিয়েছে আইএএএফ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৮ অক্টোবর ২০১৭

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের বন্ধ হয়ে যাওয়া বার্ষিক অনুদান ছাড় দিয়েছে আন্তর্জাতিক সংস্থা। বুধবার ২০১৭ সালের অনুদান ১৫ হাজার মার্কিন ডলার বাংলাদেশকে পাঠিয়ে দিয়েছে আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ)। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু জাগো নিউজকে জানিয়েছেন ‘আজই আমরা অনুদানের ১৫ হাজার মার্কিন ডলার পেলাম।’

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের আগের কমিটির নিস্ক্রিয়তার কারণে বাংলাদেশকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিল আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ)। এমনকি বাৎসরিক অনুদান দেয়াও বন্ধ ছিল এত দিন। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দূরত্ব দূর কেটে গেছে। তবে স্থগিত রাখা ২০১৬ সালের অনুদান দেয়নি আইএএফ। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন সেটা পাওয়ারও চেষ্টা করবে।

বাংলাদেশের অ্যাথলেটিক্সের জন্য এ সুখবরটি এসেছে বর্তমান কমিটির আন্তর্জাতিক সংগঠনটির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, হিসেবের অডিট রিপোর্ট প্রদান এবং আন্তর্জাতিক মিটগুলোয় অংশ নেয়ার মাধ্যমে। কিছুদিন আগে আইএএএফ চিঠির মাধ্যমে বাংলাদেশকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সুখবর জানিয়েছিল। বুধবার অনুদানের অর্থ ছাড় দেয়ার মাধ্যমে সব প্রতিবন্ধকতা কেটে গেলো।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।