শিগগিরই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২২ জুন ২০১৫
ফাইল ছবি

শিগগিরই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (জিডিএ) গঠন করা হচ্ছে। এছাড়া আগামী তিন মাসের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার বিকলে গাজীপুর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যা ও শিল্প সমৃদ্ধ গাজীপুর জেলার উন্নয়নের জন্য `গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (জিডিএ)` নামে একটি কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। এটি গঠন করা হলে উন্নয়নের জন্য আমাদের আর ভাবতে হবেনা। রাজধানীর অতি নিকটবর্তী জেলা হিসেবে গাজীপুর অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

তিনি আরো জানান, আগামী তিন মাসের মধ্যে মেট্রোপলিটন পুলিশ গঠনের জন্য বাজেটে বরাদ্ধ রাখা হয়েছে। কিছু দিনের মধ্যে গাজীপুর মহানগরীতে অতিরিক্ত আরো আটটি থানা গঠন করা হবে। আর এসব থানার কার্যক্রম চালানের জন্য ভবন খোঁজা হচ্ছে।

এ সময় আরো বক্তব্য রাখেন সাংসদ মো. জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।