নাদালকে উড়িয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা ফেদেরারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৫ অক্টোবর ২০১৭

বিশ্ব টেনিসের এক আর দুই নাম্বারের লড়াই। তাতে এক নাম্বারকে রীতিমতো উড়িয়ে দিলেন দুইয়ে থাকা রজার ফেদেরার। রোববার ১ ঘন্টা ১২ মিনিটের লড়াইয়ে স্প্যানিয়ার্ড রাফায়েল নাদালকে সরাসরি ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন সুইস কিংবদন্তী।

চলতি বছর ১৬ জয়ের পর নাদালকে টেনে ধরলেন ফেদেরার। তবে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও এ বছর মুখোমুখি লড়াইয়ের বিচারে এগিয়ে থেকেই কোর্টে নেমেছিলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেন এবং মিয়ামি মাস্টার্সের ফাইনাল, ইন্ডিয়ান ওয়েলসের শেষ ষোলোর পর এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো ফেদেরারের কাছে হারলেন নাদাল।

সবমিলিয়ে নাদালের বিপক্ষে ফেদেরারের এটি ১৫তম জয়, আর ক্যারিয়ারে ৯৪তম শিরোপা। এই হারেও অবশ্য বিশ্ব টেনিস র্যাংকিংয়ে এক নাম্বারেই থাকছেন নাদাল। তবে নভেম্বরে ওয়ার্ল্ড টু্যর ফাইনালের পর তিনি এই জায়গাটাও খুয়াতে পারেন ফেদেরারের কাছে।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।