সিরিজ জয়ে রেটিং পয়েন্টে এগিয়ে গেল বাংলাদেশ


প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২১ জুন ২০১৫

ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। সিরিজের প্রথম ম্যাচ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে ওঠা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২ পয়েন্ট বেড়ে এখন হয়েছে ৯৩।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৬ উইকেটের জয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডে ৭৯ রানে জিতেছিল মাশরাফির দল।

ভারতের বিপক্ষে এই সিরিজের শেষ ম্যাচে রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। আগামী বুধবার শেষ ম্যাচটি জিতে সিরিজ ৩-০ এ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। সেক্ষেত্রে ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের (৯৮) চেয়ে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে থাকবে টাইগাররা।

তবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালো করে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার সুযোগ থাকছে।

টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।