প্রথম পেনাল্টি কর্নার বাংলাদেশের প্রথম গোল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ এএম, ১৫ অক্টোবর ২০১৭

গোল নয়, একটি পেনাল্টি কর্নারই যেন সোনার হরিণ হয়েছিল বাংলাদেশের জন্য। এশিয়া কাপ হকির প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ভারতের কাছে ৭টি করে গোল খেয়েছে বাংলাদেশ। ওই দুই ম্যাচে পেনাল্টি কর্নারের মুখ দেখেনি লাল-সবুজ জার্সিধারীরা।

অবশেষে তৃতীয় ম্যাচে এসে পেনাল্টি কর্নার কী তা দেখলো বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম গোলও এলো প্রথম পাওয়া পেনাল্টি কর্নার থেকে। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়নের গোলে জাপানের বিপক্ষে ১-১ গোলে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।

রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচে জাপান একচেটিয়া প্রাধান্য নিয়েই খেলেছে। প্রথম কোয়ার্টার জাপানকে ঠেকিয়ে রাখতে পারলেও দ্বিতীয় কোয়ার্টারে শেষ রক্ষা হয়নি জিমিদের। ২২ মিনিটে কিতাজাতো ডান দিক দিয়ে একক প্রচেষ্টায় ঢুকে কোনাকুনি হিটে গোল করে এগিয়ে দেন জাপানকে।

প্রথম ২৫ মিনিট জাপানের রক্ষণভাগে কোন ত্রাসই ছড়াতে পারেনি বাংলাদেশ। বরং ওই সময় জাপানের আক্রমণ রুখে রুখে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ২৮ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পেয়েই কাজে লাগায় মাহবুব হারুনের শিষ্যরা। পুস্কার খিসা মিমোর পুশ স্টপ করেন রানা। চয়ন গোল করে ম্যাচে ফেরান বাংলাদেশকে।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।