২১ জুন : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২১ জুন ২০১৫

ধোনি-মুস্তাফিজ দ্বৈরথে মুস্তাফিজের জয়
শুরুটা হয়েছিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে। ম্যাচের বয়স তখন মাত্র ২৫ ওভার ২ বল। সাতক্ষীরার অখ্যাত তরুণ মুস্তাফিজ বোলিং করছিলেন বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনির বিপক্ষে।

ইতিহাসের পাতায় মুস্তাফিজ
অভিষেকের পর দ্বিতীয় মাচেও ছয় উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখালেন মুস্তাফিজুর রাহমান। অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর পরেই ম্যাচে ছয় উইকেট নেওয়া দ্বিতীয় ও দশম বোলার বাংলাদেশের নতুন এই তুর্কী।

রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন খালেদা
প্রতিবছরের ন্যায় এবারও রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে তৃতীয় রমজানে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২৯ উপজেলায় সমভোট : বিজয়ী ঘোষণায় বিপাকে ইসি
সদ্য সমাপ্ত উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে ৪৭০ উপজেলার মধ্যে ২১ জেলার ২৯ উপজেলাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সমান সংখ্যক ভোট পড়েছে।

বাবা দিবসে বাবা হলেন মিয়ানমারে বন্দি বিজিবি নায়েক
আজ বিশ্ব বাবা দিবস। আজকের এ দিনেই পুত্র সন্তানের বাবা হলেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) কর্তৃক অপহৃত বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাক।

পাঠ্যপুস্তকে রাজাকারদের কর্মকাণ্ড তুলে ধরার দাবি
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াতের তিন নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদদের কর্মকাণ্ড পাঠ্যপুস্তকে তুলে ধরার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক।

ডা. জাফরুল্লাহর গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ওয়াগন থেকে ছড়িয়ে পড়া তেল কিনবে প্রশাসন
চট্টগ্রামের বোয়ালখালীতে রেলসেতু ভেঙে খালে পড়ে যাওয়া তিনটি ওয়াগন থেকে ছড়িয়ে পড়া ফার্নেস তেল স্থানীয়দের কাছ থেকে প্রতি লিটার ৩০ টাকা করে কেনার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।