চ্যাম্পিয়ন কোরিয়াকে হারিয়েছে মালয়েশিয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০১৭

এশিয়া কাপ হকির শিরোপা ধরে রাখার মিশনে বড় এক ধাক্কা খেলো দক্ষিণ কোরিয়া। শনিবার মওলানা ভাসানি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে চারবারের চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার গোল করেন ফাইজাল সারি ১৭ মিনিটে এবং আজরি হাসান ১৯ মিনিটে। দুই গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমায় কোরিয়ানরা। দুই জয়ে মালয়েশিয়ার সুপার ফোর নিশ্চিত হলো।

ম্যাচের পর মালয়েশিয়ার কোচ স্টিফেন ভ্যান হুইজেন বলেন, ‘চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়েছি। আমরা খুশি অবশ্যই। তবে আমাদের খেলোয়াড়দের গোলের নেশা বাড়াতে হবে। এ ম্যাচে দুটি গোলই আমরা পেয়েছি পেনাল্টি কর্নার থেকে। তাই পেনাল্টি কর্নারের পাশাপাশি ফিল্ড গোল করার ক্ষেত্রে আমাদের আরো নজর দিতে হবে।’

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।