ওমানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল চীন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০১৭

ওমানকে হারিয়ে এশিয়া কাপ হকির সুপার ফোরে ওঠার গাণিতিক আশা বাঁচিয়ে রাখলো চীন। শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের খেলায় চীন ২-১ গোলে জিতেছে মধ্য প্রাচ্যের দেশটির বিরুদ্ধে। এ জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় চীন। টানা দুই হারে গ্রুপে চতুর্থ ওমান।

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১। ম্যাচের তৃতীয় গোল দেখতে দর্শকদের অপেক্ষা করতে হয় তৃতীয় কোয়ার্টার পর্যন্ত। ৭ মিনিটে দু তালাকের গোলে এগিয়ে যায় চীন। পরের মিনিটেই ম্যাচে সমতা আনে ওমান আল ফাজারি রাশেদের গোলে। ৪৪ মিনিটে চীনের জয়সূচক গোলটি করেন ওয়াং কুইয়াং।

চীন প্রথম ম্যাচে ৭-১ গোলে হেরেছিল মালয়েশিয়ার কাছে। ওমানকে ৭-২ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়া। ১৬ অক্টোবর চীন খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ওমান খেলবে মালয়েশিয়ার সঙ্গে। চীনকে সুপার ফোরে যেতে জিততেই হবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।