সাঈদীর চূড়ান্ত রায় আজ


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনাল কর্তৃক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেইন সাঈদীর আপিলের রায় আজ ঘোষণা করবে ‍আপিল বিভাগ।

আজ রায় ঘোষণার জন্য আপিলের কার্যতালিকার তিন নম্বরে উঠে আসে মামলাটি। প্রধান বিচারপতি মোঃ. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি বেঞ্চ আজ মামলাটির রায় ঘোষণা করবেন।

আপিল বিভাগের নিয়ম অনুযায়ী সকাল ৯টা ১৫ মিনিটে এ রায় ঘোষণা হতে পারে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

জামায়াত নেতা দেলাওয়ার হোসেইন সাঈদীর আপিলের শুনানি শেষে গত ১৬ এপ্রিল রায়ের জন্য অপেক্ষমান রাখেন আপিল বিভাগ।

মুক্তিযুদ্ধের সময় পিরোজপুর এবং বরিশালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কুড়িটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে ইব্রাহিম কুট্টি এবং বিসাবালী নামের দু’জনকে হত্যার ঘটনায়  সাঈদীর ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে উভয়পক্ষের আপিল শুনানি শেষ করতে দীর্ঘ আট মাসে ৪৯ কার্য দিবস সময় নেন। এরপর মামলাটি রায়ের জন্য পাচঁ মাস অপেক্ষমান রাখে আদালত।

এর আগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তি করে রায় কার্যকর করা হয়েছে।  আর আব্দুল আলীম মৃত্যুবরণ করায় তার আপিল কার্যকতালিকা বাদ দিয়েছেন আদালত।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনাল ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। এর এক মাস পর ২৮ মার্চ আপিল করে উভয়পক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।