ভারতরত্ন হারাচ্ছেন শচীন!


প্রকাশিত: ০৮:২৭ এএম, ২০ জুন ২০১৫

ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন হারাতে বসেছেন দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে দেশটির সর্বোচ্চ সম্মাননা পাওয়া শচীন টেন্ডুলকার। টেলিভিশনে বাণিজ্যিক বিজ্ঞাপনে উপস্থিত হয়ে ভারতরত্নের মর্যাদাকে টেন্ডুলকার যথাযথভাবে সম্মান দিচ্ছেন না বলে তার এই সম্মান ফিরিয়ে নেওয়ার জন্য ভারতের মধ্যপ্রদেশের উচ্চ আদালতে অভিযোগ করেছেন এক ব্যক্তি।

ভিকে নাসওয়াহ নামের ওই ব্যক্তি তার অভিযোগে বলেন, শচীন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি দেশের হয়ে ক্রিকেটে রেকর্ড করেছেন। কিন্তু তিনি টিভি বিজ্ঞাপনে যেভাবে উপস্থিত হয়ে দেশটির সর্বোচ্চ সম্মাননা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছেন, যা পুরোপুরি অবৈধ। এ কারণে শচীন নিজেই ভারতরত্ন ফেরত দিক অথবা সরকার তার কাছে থেকে পুরস্কারটি ফিরিয়ে নিক।

নাসওয়াহর এই অভিযোগটি বেশ গুরুত্বের সঙ্গেই গ্রহণ করেছে মধ্যপ্রদেশের উচ্চ আদালত। প্রধান বিচারপতি এ এম খানওয়ালিকার ও বিচারপতি কে কে ত্রিবেদির ব্রেঞ্চ গতকাল শুক্রবার আদালতের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেলকে অভিযোগটি খুঁটিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ক্রিকেট কিংবদন্তি শচীন বর্তমানে ১২টিরও বেশি কোম্পানির ব্র্যান্ডের টিভি বিজ্ঞাপনে কাজ করছেন। এর মধ্যে রয়েছে আভিভা লাইফ ইন্সুরেন্স, বুস্ট, এমআরএফ, লুমিনাস ও রিয়েলটর অমিত এন্টারপ্রাইস।

এমআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।