ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিপদে সিলেট

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

আউটফিল্ড ভেজা থাকায় জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় দিনে রাজশাহী ও সিলেটের মধ্যকার খেলা শুরু করতে দেরি হয়। দেরীতে শুরু হওয়া ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৯৫ রান তুলে দিন শেষ করে তারা।

দলীয় ১৩ রানেই ওপেনার ইমতিয়াজকে হারায় দলটি। ব্যক্তিগত ১৩ রানে ইমতিয়াজ ফিরলেও লড়াইয়ের আভাস দেন আরেক ওপেনার সায়েম আলম। তিনি একপ্রান্ত থেকে দলকে টানলেও আরেকপ্রান্তে ছিল উইকেট হারানোর মিছিল।

দলীয় ৬৩ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় সিলেটের। এরপর আরও ২৮ রান যোগ করতেই ৪ উইকেট হারায় সিলেট বিভাগ। দলটির হয়ে আজ ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান করেন সায়েম আলম। ৯২ বল মোকাবিলা করে ৮ চারে এ ইনিংস সাজান তিনি।

রাজিন সালেহ ৫ ও আবুল হাসান শূন্যরানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনের আবহাওয়া ভালো থাকলে ব্যাটিংয়ে দেখা যাবে এই দুই ব্যাটসম্যানকে।

বল হাতে রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন দেলোয়ার হোসেন ওফরহাদ রেজা। মামুন হোসেন ও সাব্বির হোসেন একটি করে উইকেট নেন।

উল্লেখ্য, বৃষ্টির কারণে প্রথমদিনে একটি বলও মাঠে গড়ায়নি এ ম্যাচের।

এমএএন/এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।