চলে গেলেন আরেক ফুটবলার অমলেশ সেন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

শনিবার বিকেলেও অনুশীলন করিয়েছেন ফুটবল দলকে। রোববার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামালের সঙ্গে ম্যাচের জন্য অনশীলনটাই যে অমলেশ সেনের শেষ অনুশীলন হবে তা কে জানতেন? অনুশীলনের পর টিম ব্রিফিংয়ের সময় অসুস্থ বোধ করলে আবাহনীর বর্ষিয়ান এ কোচ নিজ কক্ষে যান। কিন্তু সেটাই হলো ফুটবল মাঠ থেকে তার শেষ যাওয়া।

হাসপাতালে নিতে নিতেই নিভে যায় বাংলাদেশের ফুটবলের আরেকটি প্রদীপ। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আর আবাহনীর ঘরের ছেলে হয়ে যাওয়া অমলেশ সেন চলে গেলেন চিরতরে।

এইতো কয়েকদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন জাতীয় দলের সাবেক দুই ফুটবলার শামসুল ইসলাম ও মোতালেব হোসেন। তাদের পথ ধরেই এবার না ফেরার দেশে আরেক ফুটবল শিল্পী অমলেশ সেন।

আরআই/এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।