টস জেতাই ভুল হয়ে গেছে : মুশফিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০৭ অক্টোবর ২০১৭

ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ম্যাচের আগে উইকেট দেখে মনে হয়েছিল শুরুতে হয়তো সুবিধা পাবেন বোলাররা। তবে মাঠে দেখা গেল পুরোই উল্টো চিত্র। রীতিমত উইকেটের জন্য সংগ্রাম করতে হচ্ছে বোলারদের। আর বোলারদের এমন পারফর্মেন্সে হতাশ মুশফিক বললেন টস জেতাই ভুল হয়ে গেছে।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমার তো মনে হচ্ছে টসে জেতাই ভুল হয়ে গেছে ভাই! অধিনায়ক হিসেবে চেষ্টা করছি সততার সঙ্গে সব পালন করতে। এ দুই টেস্টে মনে হচ্ছে টস হারলে ভালো হয়। আগে কখনো এটা মনে হয়নি!’

প্রথম টেস্টে হারের পর বোলারদের সমালোচনা করলেও দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বোলারদের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে মুশফিক বলেন, ‘এটা হয়তো আমার ব্যক্তিগত ব্যর্থতা। হয়তো দলকে ওভাবে উৎসাহিত করতে পারছি না বা বোলারদের দিকনির্দেশনা করতে পারছি না। এটা আমার ব্যর্থতা। বোলাররা চেষ্টা করেছে, হয়নি।’

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।