মেয়াদ বাড়ল ক্রুইফের


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৮ জুন ২০১৫

সব জল্পনা-কল্পনা শেষে আরো এক বছর মেয়াদ বাড়ল বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ও গোলরক্ষক কোচ ক্রিশ্চিয়ান শোয়েচলার। নতুন চুক্তি অনুযায়ী ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত থাকছেন তারা।

ক্রুইফ-শোয়েচলারের সাথে বাফুফের খন্ডকালীন চুক্তি মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল।  আজ বৃহস্পতিবার ন্যাশনাল টিমস কমিটি ও বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন দুই কোচের সাথে বসে নতুন এই চুক্তি করেন।

এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন ক্রুইফ। এরপর তার শৃঙ্খলাহীন আচরণের কারণে বাফুফে তাকে গত বছরের ১৮ই অক্টোবর কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করে।

এবছর বঙ্গবন্ধু গোল্ডকাপের কথা মাথায় রেখে সাময়িক সময়ের জন্য ক্রুইফকে কোচের দায়িত্ব দেয় বাফুফে। বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হওয়ার পর বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জাতীয় দলের দায়িত্ব নেন ৪৫ বছর বয়সী এই ডাচ কোচ।

এবার আরও এক বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব পেলেন ক্রুইফ। চুক্তি অনুযায়ী বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো এবং আগামী বছর বঙ্গবন্ধু গোল্ডকাপের দায়িত্বে থাকবেন তিনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।