রাজধানীতে মাথাবিহীন মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া থেকে মাথাবিহীন অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের পর সকাল সাড়ে ১০টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় খিলগাঁও থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে খিলগাঁওয়ের নন্দিপাড়া স্থানীয় আলী আহমদ স্কুলের পাশে বালুভরাট একটি উন্মুক্ত স্থান থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
জেইউ/এআরএস/আরআইপি