বিশিষ্ট নাগরিকদের হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
`জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও` এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
বক্তারা বলেন, আনসারুল্লা বাংলা টিম বলতে দেশে কিছু নাই, আছে শুধু খালেদা জিয়া, জামায়াত ও ছাত্রশিবির। এসব সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। খালেদা জিয়াকে গ্রেফতার করলে সব সমাধান হবে। তিনি চান না বুদ্ধিজীবী হত্যাকারী মুজাহিদসহ অন্যান্য রাজাকারের বিচার হোক।
বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. গণেশ নারায়র চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. উজির আলী, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ নিজাম মন্টু প্রমুখ।
রুবেলুর রহমান/এআরএ/আরআই