টাইগারদের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ
ভারতের সাথে খেলা সবসময় চ্যালেঞ্জিং। সব ক্রিকেটাররাও তাদের বিপক্ষে অন্যরকম ভাবে পারফর্ম করতে চায়। তবে খেলাটা এগার জনের। ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারবে এমন এগার জনই মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।
টিম কম্বিনেশন নিয়ে এখনো কোন সিদ্ধান্ত না হলেও ধারনা করা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় দলে ঢুকতে পারেন লিটন। পাকিস্তানের বিপক্ষে আঙ্গুলে চোট পাওয়ায় উইকেট কিপিং থেকে দূরে রয়েছেন নিয়মিত উইকেট কিপার মুশফিকুর রহিম। ওয়ানডেতেও হয়তো কিপিং না করা হতে পারে মুশফিকের। সেক্ষেত্রে বিশেষজ্ঞ কিপার হিসাবে থাকছেন একমাত্র লিটনই।
মুশফিকুর রহিম কিপিং করবেন কিনা জানতে চাইলে টাইগার দলপতি বলেন, এটা আসলে ওর সিদ্ধান্ত। ও শেষ ৮-৯ বছর ধরে কিপিং করে আসছে। ও পরীক্ষিত, আমাদের বিকল্পও আছে। ও জানালে তখন আমরা চিন্তা করবো।
এরআগে ফতুল্লায় অনুষ্ঠিত একমাত্র টেস্টে অভিষেক হয়েছে লিটন দাসের। তবে ওয়ানডেতে লিটন যে দলে থাকছেন তা কিছুটা বুঝা গিয়েছে অধিনকের কণ্ঠে। লিটনের খেলা সম্পর্কে মাশরাফি বলেন, ও টেস্ট ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে। ওটা অবশ্যই আলাদা খেলা। তবে খেলাটা টেস্টের জন্য নয়, ওয়ানডে ওর জন্য আরও বেশি মানানসই হতে পারত।
খেলা নিয়ে দ্বিধা আছে অধিনায়ক মাশরাফিকে নিয়েও। কিছুদিন আগে অনুশীলনে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পরে হাতে আঘাত পান দেশ সেরা এই পেসার। বোলিং ব্যাটিং করলেও এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেননি তিনি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলার আশাবাদ জানিয়ে মাশরাফি বলেন, আগের থেকে অনেক ভালো। এখন বোলিং করতে পারছি। কাল ব্যাটিং করেছি। ফিল্ডিং করছি। আশা করছি কালকের ভিতরে সব ঠিক হয়ে যাবে।
বিশ্বকাপে কাঁধের ইনজুরিতে পরা এনামুল প্রাথমিক দলে থাকলেও মুল দলে জায়গা হয়নি। এর আগে তার জায়গায় পাকিস্তান সিরিজে সৌম্যকে দিয়ে ওপেন করিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশ হারিয়েছে দলের অন্যতম ব্যাটিং স্থপতি মাহমুদুল্লাহ রিয়াদকে। মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরিতে লিটনের অভিষেকের পথ অনেকটাই সহজ হয়েছে। তবে লিটনের অভিষেক হলে অপেক্ষা আর বাড়তে পারে রনি তালুকদারের।
সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, সাব্বির আহমেদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, আরাফাত সানি, রুবেল হোসেন, ও তাসকিন আহমেদ।
আরটি/এমআর/আরআই