বরগুনায় ব্র্যাকের দুই লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ৩


প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৭ জুন ২০১৫

বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের সিংড়াবুনিয়া গ্রামে ব্র্যাকের দুই লাখ বিশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে এক লাখ ২০ হাজার চার’শ টাকাসহ গ্রেফতার করেছে বরগুনা থানার পুলিশ। বুধবার বেলা দু’টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংএ এসব তথ্য দেন বরগুনার নবনিযুক্ত পুলিশ সুপার বিজয় বসাক।

পুলিশ সুপার বিজয় বসাক জানান, মঙ্গলবার দিনে ও রাতে অভিযান চালিয়ে বরগুনার বিভিন্ন গ্রাম থেকে ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত এক লাখ ২০ হাজার চার’শ টাকাসহ একটি মোবাইল সেট, একটি রাম দা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার শিংড়াবুনিয়া গ্রামের রাসেল পহলান (২৫), হেউলিবুনিয়া গ্রামের আরিফ হোসেন রাজিব (২৩) এবং খাকবুনিয়া গ্রামের মো. শহিদ খাঁ। গ্রেফতারকৃত তিনজনের নামেই বরগুনা থানায় নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ জুন বরগুনার শিংড়াবুনিয়া গ্রামে ব্র্যাকের বর্গাচাষী উন্নয়ন প্রকল্পের একজন মাঠ কর্মী স্থানীয় সুবিধাভোগীদের কাছ থেকে কিস্তি আদায় করে দুই লাখ বিশ হাজার টাকা নিয়ে অফিসে ফিরছিলেন। এসময় শিংড়াবুনিয়া গ্রামের শহিদ মিরের বাড়ির কাছে এলে ছিনতাইকারী রাসেল পহলান ও তার দুই সহযোগী রাজিব ও শহিদ একটি মোটর সাইকেলযোগে সেখানে এসে আফরোজ মিয়ার পেছন দিক থেকে হামলা চালায় এবং তার হাতে থাকা দুই লাখ বিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।     

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।