ফিরছেন সালমান বাট!


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৭ জুন ২০১৫

আবারো পাকিস্তান ক্রিকেটে ফিরছেন সালমান বাট। তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় সালমান আবারো খেলার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।খবর এনডিটিভি।

খবরে বলা হয়, পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে নিজের ভূমিকা স্বীকার করে নিয়েছেন।

পিসিবি সভাপতি শাহরিয়ার খান জানিয়েছেন, বাট সুনির্দিষ্টভাবে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ৩১ বছর বয়সী এই কলঙ্কিত তারকার সঙ্গে আরও জড়িত ছিলেন মুহাম্মদ আমির এবং মুহাম্মদ আসিফ। ক্রিকেট থেকে কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন তারা। ২০১১ সালে আসিফ, আমির এবং তাদের এজেন্ট মাজহার মাজিদের সঙ্গে বাটের কারাদণ্ডও হয়েছিল।

সালমান বাটের বিবৃতিটা ইতোমধ্যেই আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তাবিষয়ক ইউনিটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান পিসিবি সভাপতি।

জানুয়ারিতে আইসিসি স্পট ফিক্সিংয়ে জড়িত খেলোয়াড়দের জন্য নতুন নিয়ম করে, তাতে শর্তসাপেক্ষে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পায় নিষিদ্ধ খেলোয়াড়েরা।

এরপরই মুহাম্মদ আমির পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলতে পারছেন। আগামী ১ সেপ্টেম্বরে তাদের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। স্বীকারোক্তি দেয়ার কারণে সালমান বাট আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশাবাদ ব্যক্ত করেন। লিখিত স্বীকারোক্তি দেওয়ার সাবেক এই অধিনায়ক বলেন, আমি স্বীকারোক্তিমূলক বিবৃতিতে স্বাক্ষর করেছি। কারণ আমি ঘরোয়া ক্রিকেটে খেলতে চাই।

আরটি/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।