ঢাবিতে নেই হরতালের প্রভাব
মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা ২৪ ঘন্টার হরতালে কোনো প্রভাব পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বুধবার সকাল থেকেই যথারীতি সব বিভাগে ক্লাস ও পরীক্ষা চলছে। ওই দিন বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাও হতে দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে হরতালকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও এর আশ পাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র, ভিসি চত্বর, নীলক্ষেত, দোয়েল চত্বর এবং শাহবাগে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এমএইচ/এসকেডি/আরআইপি