রাবিতে সাংস্কৃতিক কর্মীদের গণঅনশন চলছে


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৭ জুন ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণশিল্পী সংস্থার সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে গণঅনশন শুরু করেছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের কর্মীরা। বুধবার সকাল সাড়ে ৯টায় উপাচার্যের বাস ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক কণিকা গোপের নেতৃত্বে সাংস্কৃতিক কর্মীরা অভিনয়, আবৃত্তি, গান ও বক্তব্যের মাধ্যমে গণঅনশন চালিয়ে যাচ্ছে।
 
এসময় সাংস্কৃতিক কর্মী তারিকুল ইসলাম রোমিও বলেন, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, অধিকার আদায়ের আন্দোলন করতে এসেছি। আমাদের দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে ততক্ষণ আমাদের অনশন কর্মসূচি চলতে থাকবে।

তিনি আরো বলেন, আজ আপনারা যারা নিরাপদ মনে করছেন, তারা কেউ নিরাপদ না। ওরা আমাদের ঘরে ঢুকে মেরে এসেছে। আপনাদেরও যেকোন সময়, কোন কারণ ছাড়াই মারবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে বাংলাদেশ গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী সজীব ও তার সহযোগীরা।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।