জয় পেল আর্জেন্টিনা
কোপা আমেরিকায় অবশেষে জয়ের মুখ দেখেছে আর্জেন্টিনা। মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকালে) তারা ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী উরুগুয়েকে।
চিলিতে অনুষ্ঠানরত ম্যাচে প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে দেন এগুয়েরো। খেলার ৫৬ মিনিটে বুলেট গতির হেডে তিনি দুর্দান্ত গোলটি করেন। জয় পরাজয় নির্ধারিত হয় ওই গোলেই।
এর আগে টুর্নামেন্টে নিজস্ব প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ১ ঘন্টা ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। ওই ম্যাচের পর বেশ চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা।
এএইচ/এমএস