বরিশালে দরপত্র জমায় ছাত্রলীগের বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৬ জুন ২০১৫

বরিশালে ছাত্রলীগের বাধার মুখে এলজিইডির ৯৮ লাখ টাকার কাজের দরপত্র কিনেও জমা দিতে পারেনি সাধারন ঠিকাদাররা। মঙ্গলবার দরপত্র জমার শেষদিন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগিরা এলজিইডির বরিশাল দফতরে দিনভর অবস্থান করায় সাধারন ঠিকাদাররা দরপত্র জমা দিতে পারেনি।

সাধারন ঠিকাদাররা দরপত্র জমা দিতে না পারায় ৯৮ লাখ টাকার কাজ ভাগবণ্টন করে নিয়েছে মহানগর ছাত্রলীগের সভাপতিসহ কতিপয় নেতাকর্মী।

এলজিইডি দফতর সূত্রে জানা গেছে, বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর ও বাকেরগঞ্জ উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্নিচার সরবরাহের জন্য ৯৮ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয় গত ১০ মে। নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি দরপত্র বিক্রি হয়। মঙ্গলবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষদিন।

সাধারন ঠিকাদাররা জানান, গত কয়েকদিন থেকেই ওই কাজ বাগিয়ে নিতে তৎপরতা শুরু করে মহানগর ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একদল নেতাকর্মী। সভাপতি জসিমউদ্দিনসহ তার সহযোগিরা সকাল থেকে এলজিইডি দফতরে অবস্থান নেন। যে কক্ষে দরপত্র জমা দেওয়ার বাক্স রাখা হয় সে কক্ষের সামনেই অবস্থান নেয় ছাত্রলীগ নামধারী ২০/২৫ জন যুবক। ফলে তাদের নির্ধারিত ঠিকাদাররা ছাড়া সাধারন ঠিকাদাররা দরপত্র জমা দিতে পারেননি।

এলজিইডি দফতর সুত্রে জানা গেছে, ১৩টি দরপত্র বিক্রি হলেও বিকেল পর্যন্ত জমা পড়েছে মাত্র ৪টি দরপত্র।

দানিয়াল নামক এক ছাত্রলীগ কর্মী জানান, ফার্নিচার সরবরাহ কাজ করার যোগ্যতা সকল ঠিকাদারের নেই। তাই অনেক ঠিকাদার দরপত্র ক্রয় করলেও দরপত্র জমা দেননি। তিনি সহ মহানগর ছাত্রলীগের সভাপতি কাজের দরপত্র জমা দিয়েছেন।
 
মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সকালের দিকে বরিশাল নগরীতেই ছিলেন না। তাছাড়া দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগও তিনি কারো কাছে শুনেননি।

সাইফ আমীন/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।