রুবেল নয়, একাদশে সাব্বিরই

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। সবার নজর ছিল কে থাকছে একদশে আর কে থাকছে না। কিন্তু টসের পর একাদশ নিয়ে তৈরি হয় ধুম্রজাল। সবশেষ জানা যায়, একাদশে জায়গা হয়নি রুবেল হোসেনের, তবে দলে রয়েছেন সাব্বির রহমান।

টিভি চ্যানেলগুলো যে খেলা দেখাচ্ছিল তাতে দেখানো হয় একাদশে চার পেসার। অন্যদিকে দলীয় ম্যানেজার নান্নু ও অধিনায়ক মুশফিকুর রহিমের স্বাক্ষর করা খেলোয়ার তালিকায় দেখা গেছে রুবেল নেই, আছেন সাব্বির রহমান। এমন কারণেই বিভ্রান্ত হয়ে পরে দেশের মিডিয়াগুলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, সুস্থ্য আছেন সৌম্য সরকার। একই কথা বলেছিলেন মুশফিকুর রহিমও। এরপরও টস শেষে বাংলাদেশের একদশে নেই সৌম্য সরকার। অথচ দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে সবচেয়ে বেশি দরকার ছিল হয়তো সৌম্যকে কিংবা ফিরতে পারতেন নিজ মহিমায়। যেটায় ফিরতে ব্যস্ত ছিলেন এই বাঁহাতি ওপেনার।

list

আর গুঞ্জনকে সত্যে পরিণত করে উইকেট রক্ষকের গ্লাভস পরেছেন লিটন কুমার দাস। নিজের উইকেট রক্ষকের গ্লাভস জোড়া এই টেস্টের জন্য তুলে রেখেছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার, এইডেন মার্করাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, আন্দেলো ফেহলুকাও, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ডুয়ান অলিভার।

এমএএন/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।