ত্রাণ দিতে মানিকগঞ্জে যাচ্ছেন সাকিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান বিসিবির ত্রাণ কার্যক্রমে অংশ নিতে আজ (সোমবার) দুপুরে মানিকগঞ্জে যাচ্ছেন। বিকেল ৩টায় ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, বিসিবি পরিচালক আকরাম খান, অভিনেতা মোশারফ করিম উপস্থিত থাকবেন।

এদিকে সাকিব ও ত্রাণ উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঘিওর থানা পুলিশ। সাকিবকে একনজর দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল সিরিজ খেলতে গেলেও দুই টেস্ট থেকে ছুটি নিয়ে দেশেই অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এমএএন/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।