৩৪ ওভার খেলে ৩১ রানে অলআউট!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

 

৩৪ ওভার ব্যাটিং করে সব ক’টি উইকেট হারিয়ে দলের রান মাত্র ৩১। এর মধ্যে মাত্র ১৭ রান এসেছে ব্যাটসম্যানদের ব্যাট থেকে। বাকী ১৪ রানই অতিরিক্ত। শুনতে অবাক লাগলেও, এমনটাই ঘটেছে বাংলাদেশের নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে ।

বিকেএসপির চার নম্বর মাঠে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে এমন লজ্জায় ডুবেছে ইন্দিরা রোড ক্রিকেট ক্লাব। ম্যাচটি ১০ উইকেটে জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সংস্থা। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নামে ইন্দিরা রোড। শুরুতেই রিতু মনি ও ভারতীয় রিক্রুট রেনি যাদবের তোপের মুখে পড়ে দলটি।

দলের ওপেনার হালিমাতুল সাদিয়া আরো এক বিস্ময় সৃষ্টি করেন। পুরো ৭৪ মিনিট মাঠে ছিলেন এই ওপেনার। বল খেলেছেন ৬৭টি আর রান করেছেন মাত্র ৩! ইন্দিরা রোডের হয়ে সর্বোচ্চ ৭ রান করেন রিতা সাহা। খেলাঘরের রেনু ৪টি উইকেট নেন ৬ রান খরচায়। আর ৮ রানের বিনিময়ে ৪টি পান রিতু।

৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভার ৩ বলেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় খেলাঘর। রুবাইয়া হায়দার ১৩ ও একা মল্লিক ৭ রানে অপরাজিত থাকেন।

এমএএন/আইএইচএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।