জয় দিয়ে কোপা শুরু ব্রাজিলের


প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৫ জুন ২০১৫

জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করলো ব্রাজিল। বিশ্বকাপে লজ্জাজনক হারের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে জয় পেল সেলেসাওরা। যদিও গত এক বছর ধরে ঘরোয়া ম্যাচে টানা জয় পেয়েছে দেশটি। কোপা আমেরিকার গ্রুপ সির প্রথম ম্যাচে নেইমার ও ডগলাস কোস্টার জোড়া গোলে এখন তালিকার শীর্ষে তারা।

খেলার শুরুতেই তিন মিনিটের মাথায় ক্রিস্টিয়ান কিউভারের গোলে এগিয়ে যায় পেরু। ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ কিউভারের মারা সোজা বলকে রুখতে ব্যর্থ হন। তবে গোল শোধ করতে বেশিক্ষণ সময় নেননি ব্রাজিলের অধিনায়ক নেইমারও।

পেরুর গোলের ঠিক দুই মিনিট পর ড্যানিয়েল আলভস গোল পোস্ট লক্ষ্য করে সুন্দর শট নেন। এ শটকে ব্যবহার করেন নেইমার। হেড দিয়ে নিজের ৪৪তম আন্তর্জাতিক গোলে ম্যাচের সমতা ফেরান ব্রাজিলের অধিনায়ক।

কিন্তু ম্যাচে ব্রাজিলের শেষ হাসি আসে অতিরিক্ত সময়ে ডগলাস কোস্টার দুর্দান্ত গোলে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।