দাবায় জিতেছেন রাজীব রাকিব লিজা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

তাজিকিস্তানে পঞ্চম এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসের দাবায় জিতেছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা।

বৃহস্পতিবার প্রথম রাউন্ডে পুরুষ বিভাগে রাজীব মালদ্বীপের আহমেদ আশরাফকে ও রাকিব জর্দানের সাইফ মালিককে পরাজিত করেন। মহিলা বিভাগে লিজা মালদ্বীপের সাহুদা মোহাম্মদকে পরাজিত করেন ও মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ভিয়েতনামের মহিলা গ্র্যান্ড মাস্টার হোয়াং থি বাউ ট্রামের কাছে হেরে যান।

গেমসে দাবার পুরুষ বিভাগে এশিয়ার ২৩ দেশের ১৭ জন গ্র্যান্ডমাস্টার ও ১০ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৪২ জন খেলোয়াড় এবং মহিলা বিভাগে এশিয়ার ২১ দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৬ জন আন্তর্জাতিক মাস্টার, ৬ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ৪ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৩৯জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

আরআই/আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।