তবুও সুপার লিগে খেলার ইচ্ছা ইয়ুথ ক্লাবের

মুনওয়ার আলম নির্ঝর
মুনওয়ার আলম নির্ঝর মুনওয়ার আলম নির্ঝর , স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

পুরো দলে জাতীয় দলে খেলা ক্রিকেটার মাত্র একজন। দু'জন তো এমনও আছেন, যারা ঢাকায় এসে লিগ পর্যায়ে কোনো ম্যাচই কোনোদিন খেলেনি। গ্রাম-মফস্বল শহর থেকে তুলে আনা হয়েছে তাদের। বাকিরা ঢাকার লিগ পর্যায়ে মোটামুটি খেলা ক্রিকেটার। অথচ তাদের নিয়েই নাকি নারী ক্রিকেট প্রিমিয়ার লিগে সুপার লিগে ওঠার স্বপ্ন দেখছে গুলশান ইয়ুথ ক্লাব।

মেয়েদের প্রিমিয়ার ডিভিশন লিগে খেলছে মোট ৯টি ক্লাব। এরা হলো- আবাহনী, মোহামেডান, কলাবাগান, রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, গুলশান ইয়ুথ ক্লাব, হিল্লোল যুব সংঘ, বিকেএসপি, ইন্দিরা রোড ক্রীড়া চক্র। এর মধ্যে গত আসরের চ্যাম্পিয়ন রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। খেলাঘর সমাজ কল্যাণ সংস্থা রানারআপ।

মেয়েদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে আজ (সোমবার) থেকে। প্রথম দিন মুখোমুখি হয়েছে রুপালি ব্যাংক বনাম হিল্লোল যুব সংঘ। অপর ম্যাচে মুখোমুখি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং কলাবাগান ক্রীড়া চক্র। আগামীকাল (মঙ্গলবার) মাঠে নামবে গুলশান ইয়ুথ ক্লাব। তাদের প্রতিপক্ষ শক্তিশালী আবাহনী লিমিটেড।

টুর্নামেন্ট নিজেদের প্রথম ম্যাচেই কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি গুলশান ইয়ুথ ক্লাব। সামনে আরও কঠিন পথ। তবুও তাদের স্বপ্ন এবার সুপার লিগে খেলা। এমনটাই জাগো নিউজকে জানিয়েছেন ক্লাবটির নারী ক্রিকেট দলের আহ্বায়ক নিহার সিদ্দিকী।

দল সম্পর্কে বলতে গিয়ে নিহার বলেন, ‘আমরা তারকা নির্ভর দল ঠিক গঠন করিনি, তবে আমাদের বেশ কিছু উদীয়মান ভাল ক্রিকেটার আছে। যাদের নিয়ে এখন আমাদের প্রথম লক্ষ্য সুপার লিগ খেলা।’

ক্লাবটির ভাল করার সুযোগ আছে বলেও জানান এই ক্লাবটির কর্মকর্তা। তার মতে, ‘যেহেতু আমাদের নিজস্ব মাঠ আছে, তাই আমরা ভালোভাবে অনুশীলনের সুযোগ দিতে পারবো মেয়েদের। আর আমরা চেষ্টা করছি জাতীয় পর্যায়ের কোচ দলের জন্য নিয়োগ দিতে।’

এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লাবের হলরুমে দল ঘোষণা করেন ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর। তারপর সকল ক্রিকেটারের হাতে জার্সি তুলে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জানানো হয়, 'দলকে শক্তিশালী করতে ভারতীয় দুই নারী ক্রিকেটারকেও ভেড়ানো হয়েছে। তবে তারা এখনও দলে যোগ দেননি। সেই দুই নারী ক্রিকেটার হলেন- আনিশা ও হৃদমা। দলটির নেতৃত্বে থাকছে সুরাইয়া আজমীর ছন্দা।'

১৪ সদস্যের গুলশান ইয়ুথ ক্লাবের দল
সুরাইয়া আজমীর ছন্দা (অধিনায়ক), সুমি আখতার, রুবিনা সুলতানা রানু, রুপা আবেদিন, রিধি আকতার, সাদিয়া আনোয়ার, তমালিকা সুলতানা, শিরিন আকতার, গুলশান আরা, সুমাইয়া আকতার সুমি, আলেয়া বেগম আলো, আজমীর খানম, তাহিন তাহেরা ও চম্পা চাকমা।

এমএএন/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।