নালিতাবাড়ীতে শ্রমিক ধর্মঘটে দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা
ফুটবল খেলাকে কেন্দ্র করে বাস চালককে মারধর ও হুমকীর প্রতিবাদে ধর্মঘট ডেকেছে শেরপুরের নালিতাবাড়ী বাস টার্মিনালের শ্রমিকরা। ধর্মঘটের কারণে গত শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকার সাথে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আর এতে দুর্ভোগে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।
নালিতাবাড়ী বাস মালিক ও শ্রমিকরা জানায়, গত শুক্রবার বিকেলে নালিতাবাড়ীর তারাগঞ্জ হাইস্কুল মাঠে বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’ নালিতাবাড়ী ও নকলা উপজেলার প্রতিনিধিদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সহকারী রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুইপক্ষের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা এমনকি হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী অসিম পরিবহন নকলায় আটকে চালককে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ফারিয়া নকলার প্রতিনিধি ও তাদের সমর্থকরা।
তারা আরও জানান, শুধু তাই নয়, অপরাপর অন্য আরও ৩টি গাড়িকে আটক করে হুমকী দেয় হয়। এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাত থেকে রাজধানী ঢাকায় যাতায়াতকারী নাইট কোচসহ সব ধরণের বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।
নালিতাবাড়ী বাস-কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন জানান, ফারিয়ার খেলার সাথে শ্রমিকদের কোন সম্পৃক্ততা নেই। অথচ ওই জের ধরে নকলায় আমাদের শ্রমিকদের আটকে মারধর করা হয়েছে। কাজেই এ ঘটনায় আমরা নিরাপত্তাহীন। এর সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত শ্রমিকরা গাড়ি চালাবে না।
বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দত্ত জানান, ফারিয়ার ফুটবল খেলাকে কেন্দ্র করে বাস শ্রমিকদের মারধরের ঘটনা ন্যাক্কারজনক।
ফারিয়া নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক নিয়ামুল কবীর মানিক জানান, এ ঘটনায় বাস শ্রমিকদের মারধর করায় আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।