দামুড়হুদায় বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত তেকে নবা গাজি (৪০) ও জীবননগরের বেনীপুর সীমান্ত থেকে ঝন্টু (৩২) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। রোববার ভোরে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে তারা আটক হয়।
জানা যায়, রোববার রাত ৩ টার দিকে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া নবাগাজিসহ ৭-৮ জন গরু ব্যবসায়ী গরু কেনার উদ্দেশ্যে মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের হাটখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদেরকে ধাওয়া করে নবাগেজুকে আটক করে। বাকীরা পালিয়ে যায়।
অন্যদিকে, ভোর ৫ টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের ঝন্টু মিয়াসহ ৫-৬ জন গরু ব্যবসায়ী বেনীপুর সীমান্তের ৬১/৩ এস পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করলে লোনাগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ তাদেরকে ধাওয়া করে ঝন্টু মিয়াকে ধরে ফেলে।
বিজিবি-৬ এর অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া গ্রামের দিদার আলীর ছেলে নবা গাজি মুন্সীপুর সীমান্ত এবং জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে ঝন্টু মিয়া বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনার জন্য ভারতে ঢুকলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে হাতে তারা আটক হয়।