ফরমালিন নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া জনস্বাস্থ্য রক্ষায় ফরমালিন নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আম-কাঁঠালসহ মৌসুমী ফলে ক্ষতিকর ফরমালিনসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহারের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে। এ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় সংসদে ফরমালিন নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। এর যথাযথ প্রয়োগ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া ও সবুজ চত্বরে সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজিত ফল উৎসব ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রতি বছর মৌসুমী ফলের এই উৎসবের আয়োজন এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ শহরের ছেলে-মেয়েরা অনেক ফলের সঙ্গে অপরিচিত। তাদের অনেকেই গাছ চেনে না, ফল চেনে না। এ ধরণের উৎসবের মধ্যদিয়ে তারা ফল ও গাছের সঙ্গে পরিচিত হবে। গাছ লাগাতে উৎসাহিত হবে।
তিনি বলেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ফলজ উদ্ভিদ সম্প্রসারণ জরুরি। যা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালী করবে। তিনি ফলের গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফলের প্রদর্শনী করা হয়। ডেপুটি স্পিকার বিভিন্ন ফলের সঙ্গে উপস্থিত শিশু-কিশোরদের পরিচয় করিয়ে দেন। তিনি সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ফল বিতরণ করেন। এরপর তিনি টিএসসি চত্বরে একটি ফলের চারা রোপণ করেন। এর আগে তিনি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন।
সংগঠনের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এলজিআরডি সচিব আব্দুল মালেক, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাহ উদ্দিন জাকী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার।
এসএইচএস/এমএস