রেকর্ডের পাতায় সাকিব


প্রকাশিত: ০৬:০৫ এএম, ১২ জুন ২০১৫

শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেশের মাটিতে ১০০টি টেস্ট উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

তৃতীয় দিনের প্রথম সেশনে সাকিবের করা ইনিংসের ৬৮তম ওভারের পঞ্চম বলে ডাউন দ্যা উইকেট এসে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন ধাওয়ান। সহজ ক্যাচ ধরতে ভুল করেননি সাকিব।

ধাওয়ানের পর রোহিতের উইকেটও নিজের ঝুলিতে জমা করেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের হাওয়ায় ভাসনো বল ড্রাইভ করতে গিয়ে অফস্ট্যাম্প হারান ৬ রান করা রোহিত। দেশের মাটিতেও সাকিবের পর রয়েছেন মোহাম্মদ রফিক।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।