স্মিথের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া
স্টিভেন স্মিথের হার না মানা সেঞ্চুরি এবং মাইকেল ক্লার্ক, অ্যাডাম ভোজেস ও শেন ওয়াটসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে অসিরা। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান। স্টিভেন স্মিথ ১৩৫ ও ওয়াটসন ২০ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে স্বাগতিক বোলার জেরোমি টেলরের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ওভারের তৃতীয় বলে ওয়ার্নারকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন টেলর। দলীয় ও ব্যক্তিগত ০ রানে সাজঘরে ফেরেন ওয়ার্নার। দলীয় পঞ্চম এবং ব্যক্তিগত তৃতীয় ওভারে ফের অসি শিবিরে আঘাত হানের টেলর। এবার শন মার্শকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। দলীয় ১৬ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ১১৮ রানের জুটি গড়ে অধিনায়ক ক্লার্ক ও স্মিথ মিলে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন। দলীয় ১৩৪ রানের মাথায় ক্লার্ক ৪৭ রান করে ফিরে গেলে অ্যাডাম ভোজেসকে নিয়ে ফের প্রতিরোধ গড়ে তোলেন স্মিথ। এই দুজনের ৭৬ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা।
দিনের শেষ ঘণ্টায় অবশ্য ভোজেসকে আউট করে ক্যারিবিয়ানদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন জেরোমি টেলর। তবে ওয়াটসন ও স্মিথ ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে যান। দুর্দান্ত বোলিং করা জেরোমি টেলর ১৫ ওভারের স্পেলে মাত্র ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন।
উল্লেখ্য, প্রথম টেস্ট জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
এমআর/এমএস